নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর সাহেব জিরোপয়েন্ট আ’লীগ ও মালোপাড়াস্থ ভুবন মোহন পার্কের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আর যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সবমিলিয়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার সকালে নগরীর জিরোপয়েন্টে গিয়ে দেখা যায় খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নগর আ’লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিচ্ছে। তবে অন্য দিনের মতো নগরীতে ও পথচারীদের দেখা যায়নি। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম। মানুষজনের ভিড় নেই বললেই চলে।
এদিকে, নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও ভুবন পার্কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা খালেদা জিয়ার মুক্তি ও খালাসের দাবিতে অবস্থান নিয়েছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র এসি ইফতে খায়ের আলম বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে গতকাল থেকেই নগরীতে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ টহল দিচ্ছে। র্যাব ও পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এতে নগরবাসীর মধ্যেও একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে