নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে আওয়ামী লীগে যোগদান করেছেন ১০২জন যুবক। শুক্রবার বিকেলে মহানগরীর জাহাজঘাট ঈদগাহ মাঠে যোগদান অনুষ্ঠানে সূর্য সন্ধানী যুব কল্যান সমিতির যুবকরা আওয়ামী লীগে যোগদান করেন।জানা গেছে, শুক্রবার বিকেলে জাহাজঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সূর্য কল্যান সমিতির সভাপতি নজিবুর রহমান ভুট্টু ও সাধারণ সম্পাদক শাহাদত আলীর নেতৃত্বে যুবকরা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাত থেকে ফুল নিয়ে আওয়ামী লীগ যোগদান করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের নীতি আদর্শ মেনে দলটির পক্ষে কাজ করার অঙ্গীকার করেন যোগদানকারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে
বিজয়ী করতে হবে। উন্নয়নের জন্য বর্তমান সরকারের বিকল্প নেই। নির্বাচনে ভোটাররা প্রার্থী বাছাইয়ে ভুল করলে সেই ভুল শুধরানো সহসা সম্ভব হবে না।মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য বড় বড় প্রকল্প তৈরি করা হচ্ছে। রাজশাহী-ঢাকা বিরতীহীন ট্রেন চালু করা হবে। শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। মেডিকেল বিশ্ববিদ্যায়ের কাজ এগিয়ে চলছে, একটি পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠা করা হবে। সবকিছুই সম্ভব হবে, এজন্য এই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনতে হবে। ২৮ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের
সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সূর্য সন্ধানী যুব কল্যান সমিতির কার্যালয়ের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।