নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলায় আরো ৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার তিন জন ও জেলার দুই উপজেলার ৩ জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিট-এ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর একজন। রামেক হাসপাতালে পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজেটিভ আসে।
৭ জনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ধরমপুর কালুর মোড় এলাকার ফারজানা (২০), জান্নাতুল ফেরদৌস (৩৫) ও ২৪ নং ওয়ার্ডের শামিম (১৮), বাঘা উপজেলার খালেক (৫৩), মোহনপুর উপজেলার লুৎফর (৫২), খাইরুল (২৮) ও মোস্তাফিজুর রহমান (৫৩)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নওগাঁর তেবাড়িয়া এলাকায়। এছাড়া ঈশ্বরদীর যে চিকিৎসক চিকিৎসাধীন ছিলেন তার করোনা নেগেটিভ এসেছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন আজ রামেক হাসপাতালের পিছনে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের পজিটিভ আসে। একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এমকে