নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৭ জন। আর মারা গেছে ৪৩ জন। শনাক্তের বেশির ভাগই মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৪ হাজার ৮৩৭ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৫৫৬ জন, বাঘা উপজেলায় ১৪৯ জন, চারঘাট উপজেলায়
১৫৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৭ জন, দুর্গাপুর উপজেলায় ৭৪ জন, বাগমারা উপজেলায় ১১২ জন, মোহনপুর উপজেলায় ১২৭ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০১ জন ও গোদাগাড়ীতে ১২২ জন। জেলার ৯টি উপজেলায় ১২৮১ জন শনাক্ত হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।