সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আরো ৬৫ জন করোনা পজিটিভ

omor faruk
জুলাই ১৮, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চিকিৎসকসহ ১ দিনে ৬৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহীতে মোট ২০৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৬৫ জনের মধ্যে, চিকিৎসক-নার্স, পুলিশ ও হাসপাতালের সহকারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। ২০৩৯ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ১৬১২ জন, বাঘা উপজেলায় ৪০ জন, চারঘাট উপজেলায় ৩৭ জন, পুঠিয়া উপজেলায় ২৫ জন, দুর্গাপুর উপজেলায় ২৭ জন, বাগমারা উপজেলায় ৪৬ জন, মোহনপুর উপজেলায় ৬৩ জন, তানোর

উপজেলায় ৫৯ জন , পবা উপজেলায় ১০১ জন ও গোদাগাড়ী উপজেলায় ২৯ জন রয়েছে। এরমধ্যে ১৫ জন মারা গেছে ও বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।