নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরো চারজন করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে তানোর উপজেলায় ১ জন ও মোহনপুর উপজেলায় আরো ২ জন এবংং পবা উপজেলায় ১ জন করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট ১৩ জন করোনা পজেটিভ রোগী হলো। এরমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী জেলায় আরো ৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের অবস্থা যদি ভাল হয় তাহলে নিয়ে আসা হবে না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে নিয়ে আসা হবে। বিপদ এখনো কাটেনি ঘরে থাকুন। এদিকে, আক্রান্ত চারজনের মধ্যে পবা উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী, মোহনপুরে আরো দুইজন ও তানোর উপজেলায় ভারত ফেরত একজন। এ পর্যন্ত রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে পুঠিয়া উপজেলা, বাগমারা, বাঘা, মোহনপুর, তানোর ও পবায় করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।