নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ৪২ জন করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে । নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫৭৪ জন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এরমধ্যে রাজশাহী মহানগর
এলাকায় ২৬৯৪ জন, বাঘা উপজেলায় ৭২ জন, চারঘাট উপজেলায় ১০১ জন, পুঠিয়া উপজেলায় ৮১ জন, দুর্গাপুর উপজেলায় ৬০ জন, বাগমারা উপজেলায় ৭৬ জন, মোহনপুর উপজেলায় ৯৬ জন, তানোর উপজেলায় ৮৮ জন, পবা উপজেলায় ২১৯ জন ও গোদাগাড়ী উপজেলায় ৮৭ জন রয়েছে। এরমধ্যে ২৮ জন মারা গেছে ও ১৭৩৯ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এখন আর কেউ হোম কোয়ারেন্টাইনে নেই।
এমকে