নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছায় ৪ হাজার ৭২৭ জনে। আর জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। মৃত্যু হওয়াদের মধ্যে পুলিশ সদস্য, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও চিকিৎসক রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৪৪৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ হয়। ৪ হাজার ৭২৭ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৪৬৫ জন, বাঘা উপজেলায় ১৪৯ জন, চারঘাট উপজেলায় ১৫১ জন, পুঠিয়া উপজেলায় ১২৬ জন, দুর্গাপুর উপজেলায় ৭৩ জন, বাগমারা উপজেলায় ১১১ জন, মোহনপুর উপজেলায় ১২৫ জন, তানোর উপজেলায় ১১৫
জন, পবা উপজেলায় ২৯৮ জন ও গোদাগাড়ী উপজেলায় ১১৪ জন রয়েছে। জেলার ৯টি উপজেলায় শনাক্ত হয়েছে ১২৬২। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল ও রাজশাহী মহানগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
এমকে