নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ জন। আর মারা গেছে ৪২ জন। শনাক্তের বেশির ভাগই মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৪ হাজার ৭৬৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৫০০ জন, বাঘা উপজেলায় ১৪৯ জন, চারঘাট
উপজেলায় ১৫১ জন, পুঠিয়া উপজেলায় ১২৬ জন, দুর্গাপুর উপজেলায় ৭৩ জন, বাগমারা উপজেলায় ১১১ জন, মোহনপুর উপজেলায় ১২৬ জন, তানোর উপজেলায় ১১৫ জন, পবা উপজেলায় ২৯৮ জন ও গোদাগাড়ীতে ১১৪ জন। জেলার ৯টি উপজেলায় ১২৬৫ জন শনাক্ত হয়েছে।
এমকে