নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আরএমপির পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়। আরএমপি কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপির সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা ওবাইদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী ও ডিসি বোয়ালিয়া আমির জাফর। সংবর্ধনা অনুষ্ঠানে ২৭ জন পুলিশের মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং মুক্তিযোদ্ধাদের
ফুল দিয়ে বরণ করা হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকে মহান স্বাধীনতা যুদ্ধে সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, এদেশের স্বাধীনতার জন্য পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য ও চিরস্মরণীয়। মুক্তিযোদ্ধাদের চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশের উন্নয়নের যাত্রা। বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে (কালো রাত্রি) রাজারবাগ পুলিশ লাইন্সে পাকবাহিনীর আক্রমণের বিপক্ষে বাংলাদেশ পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
খবর ২৪ ঘন্টা/এমকে