নিজস্ব প্রতিবেদক :
নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক আম বাজারজাতকরণের লক্ষ্যে নিষিদ্ধ কেমিকেল (রাসায়নিক বিষ) ব্যবহার করে পাকানোর অভিযোগ ৬ অসাধু আম কারবারিকে জেল দেওয়া হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় পুঠিয়ার উপজেলা নির্বাহী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬ জনকে ৫ দিনের কারাদন্ড দেন। এ সময় ৭০ মন আম জব্দ করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি
জানান, রাজশাহীর পুলিশ সুপার মো:শহিদুল্লাহ বিপিএম, পিপিএম প্রেস ব্রিফিং এবং আম ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় জানিয়েছিলেন রাজশাহীর আমবাগানগুলি পুলিশের নজরদারিতে রয়েছে। এছাড়া তিনি আমে নিষিদ্ধ কেমিকেল (রাসায়নিক বিষ) ব্যবহার না করতে আম ব্যবসায়ীদের আহবান জানান। এ বিষয়ে রাজশাহীর সকল আম ব্যবসায়ীকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আবারো সর্তক ও সচেতন থাকার জন্য আহবান জানানো হচ্ছে।
আর/এস