নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আমের ক্যারেট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার ও রাকিব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নগরীর বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি
ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশীর সময় ট্রাকের সিটে বসে থাকা এক ব্যক্তির আমের ক্যারেটে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস