নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে জাতীয় দৈনিক “আমার সংবাদ” পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুুপুরে রাজশাহী প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরাম সভাপতি শাজাহান আলী বরজাহান, লেখক ও প্রাবন্ধনিক প্রফেসর রুহুল আমিন প্রামানিক, প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার চীফ রিপোর্টার
হাবিব আহমেদ, ইংরেজী দৈনিক এশিয়ান এজ এর রাজশাহী প্রতিনিধি সাকিব আল হাসান, অনলাইন নিউজ পোর্টাল নাগরিক সময় এর ষ্টাফ রিপোর্টার মেহজাবিন জান্নাত, রাজশাহী ফটো জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাবি প্রেসক্লাব সভাপতি সালমান শাকিল ও সেক্রেটারী বেলাল হোসাইন, শিক্ষা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ইব্রাহীম হোসেনসহ নগরীতে কর্মরত বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমার সংবাদের ব্যুরো চীফ মহিব্বুল আরেফিন ও বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন সঞ্চালনা করেন।
আর/এস