নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের মত এবারো রাজশাহী মহানগরীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০১৮ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নগরির আলুপট্টি মোড় থেকে একটি পীসকিপার’স ডে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চেীধুরী, নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম ও জেলা পুলিশ, সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন।
পরে রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে