নিজস্ব প্রতিবেদক :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে নগরীর মনিবাজারস্থ নানকিং চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতী প্রজ্জ্বলন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের ও রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ (পিপিএম)। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, স্কাউট সদস্য ও
অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশসনের আয়োজনে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, বৃহস্পতিবার সুর্যদ্বয়ের সাথে সাথে প্রভাত ফেরী, ৯টায় চিত্রাঙ্কন ও রচনা, ১০টায় বাংলায় সুন্দর হাতের লেখা, সাড়ে ১০টায় দেশাত্ববোধক গান ও সাড়ে ১১টায় কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । সেইসাথে বাদ জোহর ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যা ৭টায় ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের।
খবর ২৪ ঘণ্টা/আর