নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এল্ডার পিপলস ওয়েলফেয়ার এন্ড জেরিয়াট্রিক রিসার্চ এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাঙালিরা ভালো থাকবে, সুন্দর পোষাক-পরিচ্ছদ পরবে, কোন অভাব অনটন থাকবে না- সেই স্বপ্নই তো দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজারের উপরে করেছে বর্তমান
সরকার। আমরা আশা করছি আগামী বয়স্কভাতা ৫০০ থেকে ৫ হাজারে উন্নতি হবে। এল্ডার পিপলস ওয়েলফেয়ার এন্ড জেরিয়াট্রিক রিসার্চ এসোসিয়েশনের সভাপতি পিয়ার বকস্ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু হায়াত রহমতুল্লাহ, জেলা সমাজসেবার উপ-পরিচালক রাশেদুল কবীর, পিটিআই রাজশাহীর সুপারিনটেনডেন্ট আহমাদ সাবিহা, আশ্রয়ের ডিজিএম অনিল সাহা প্রমুখ। আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন এল্ডার পিপলস ওয়েলফেয়ার এন্ড জেরিয়াট্রিক রিসার্চ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
খবর ২৪ ঘণ্টা/এমকে