নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মনাগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে আটক ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো খুচরা করে। আটককৃতরা মূলত হেরোইনের ডিলার। মাদকের বড় ডিলার হলেও কোন থানায় কারো নামে মামলা নেই। মাদকগুলো রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ী থেকে নিয়ে আসা হয়। আর নগরের কোর্ট স্টেশন এলাকার একটি ভাড়া বাসা থেকে ওমর শরীফ ওরফে রনি সেগুলো খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।
আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক এলাকার মৃত সইবুরের ছেলে কামরুল ইসলাম (৫০) ও রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুন পাড়া এলাকার গোলাম গাউস এর ছেলে ওমর শরীফ রনি (৩০)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হেরোইনের বড় চালন নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মহানরীর কোর্ট স্টেশন এলাকায় এক মাদক বহনকারী হেরোইন নিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল পূর্ব থেকে ওৎ পেতে থেকে হেরোইন বহন করে নিয়ে আসা কামরুল ইসলামকে ৪ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ৪
কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের ডিলার ওমর শরীফ রনিকে আটক করে। পরে তাদের র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রনি ভাড়া বাসা থেকেই এই মাদকের কারবার চালাতো। সে তার ওই বাসা থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে হেরোইন পাচার করতো। দীর্ঘদিন ধরে এমন কর্মকাÐ করলেও ধরাছোঁয়ার বাইরে ছিল। থানায় তার নামে কোন মামলাও নেই। ওমর শরীফ ওরফে রনি মূলত শীর্ষ মাদক ব্যবসায়ী।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ৭ দিন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রনিকে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তারা এসব হেরোইন ঢাকাসহ বিভিন্ন স্থানে পাচার করতো। এই মাদক ব্যবসায়ী অত্যন্ত চতুরতার সাথে ব্যবসা করায় তার নামে থানায় কোন মামলা নেই। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর