নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলা মিলে আজ আরো আটজনের করোনা সনাক্ত হয়েছে। ৮ জনের মধ্যে রাজশাহী মহানগরীর দুইজন, তানোর উপজেলার একজন, বাঘা উপজেলার ২ জন ও বাগমারা উপজেলার তিন জন রয়েছে। রাজশাহী মহানগরীর ২ জনের মধ্যে ১ জন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুন্নানার (৮০) এবং ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়া (২৮)। এ ৮ জন নিয়ে রাজশাহী জেলায় মোট ১০৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হলো।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ মঙ্গলবার রামেক হাসপাতালের ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আটজন করোনা পজেটিভ হয়। দুইজন রাজশাহী মহানগরের বাসিন্দা ও বাকিরা জেলার তিনটি উপজেলার বাসিন্দা। রাজশাহী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল।
এমকেভ