নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দামকুড়া থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রাসহ রাসেল আলী (৩০) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে তাকে দামকুড়া থানাধীন দামকুড়া-কাশিয়াডাঙ্গাগামী মেইন সড়ক সংলগ্ন বিন্দরামপুর গ্রামগামী পাকা রাস্তার মোড় এলাকা হতে আটক করা হয়। আটক যুবক কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার উমর আলীর ছেলে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আরএমপির দামকুড়া থানার
এসআই রুকুনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ডিউটিতে থাকাকালীন দামকুড়া থানাধীন দামকুড়া-কাশিয়াডাঙ্গাগামী মেইন সড়ক সংলগ্ন বিন্দরামপুর গ্রামগামী পাকা রাস্তার মোড় এলাকা হতে মোঃ রাসেল আলীকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করে। আসামীর কাছ থেকে ১টি দেশীয় তৈরী শাটার গান (ওয়ান শুটার) ও ০২ টি শর্টগানের কার্তুজ উদ্ধার করে। এ সংক্রান্তে দামকুড়া থানায় অস্ত্র আইনে ১টি মামলা রুজু হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে