নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু পুড়ে মারা গেছে। আগুনে ঝলসে গেছে আরো ৪টি গরু। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নগরীর লক্ষ্মীপুর টিভিপুকুর এলাকায় রফিকুল ইসলাম ভুট্টুর গোয়াল ঘরে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে। গরুর মালিক রফিকুল জানান, রাত সাড়ে ১২ টার দিকে গোয়াল ঘরের পাশে রান্না শেষে বাসায় যান তারা। পাশাপাশি দুই বাসার রান্নাঘর আছে সেখানে। রাত আনুমানিক ৩ টার দিকে রফিকুলের বাসার জানালার থাই দিয়ে আগুন দেখতে পান
তিনি। অতঃপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোয়ালে থাকা চার টা গরু মারা যায় ও চার টা গরু আগুনে ঝলসে যায়। এ ঘটনায় নায় আগুণের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
আর/এস