নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার রায় ঘোষণার পর রাজশাহীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। দুপুরে নগরীর কামারুজ্জামান চত্বর থেকে মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দের নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে সমাবেশ করলেও তাতে রায় নিয়ে বক্তব্য রাখেন দলের নেতারা। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ