নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ঘরের দরজা ভেঙ্গে মোজাম্মেল হক তালুকদার (৬২) নামের এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর রাজপাড়া থানার বিলসিমলা এরাকার বাসিন্দা। পুলিশের ধারণা তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, আইনজীবী মোজাম্মেল হক তার ভাইয়ের ওপর অভিমান করে নিজ ঘরের
দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন। দীর্ঘক্ষণ পরও দরজা না খোলায় পরিবারের লোকজন পুলিশে খবর দেন। রাজপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আর/এস