নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ছবি তুলে অর্থের জন্য ব্ল্যাকমেইলকারী তিন নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীল মতিহার থানা পুলিশ জিরোপয়েন্ট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রাজশাহীর বাগমারার তেগাছি এলাকার মেহেরহোসেনের মেয়ে মর্জিনা বিবি (৩৫)। মর্জিনার সহযোগিরা
হলেন, নগরীর কেদুর মোড় এলাকার তসলিমার মেয়ে সুমি বেগম ও টিকাপাড়া এলাকায় মর্জিনা বেগম (৩০)। জানা গেছে, মর্জিনা নামের এক নারী তার আরো দুই সহযোগির মাধ্যমে সোনালী ব্যাংকের আলুপট্টি শাখার সিনিয়র অফিসার একরাম হোসেনের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এরপর মর্জিনা তার দুই নারী সহযোগির মাধ্যমে একরামকে নগরীর কেদুর মোড়
এলাকার সুমির বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মর্জিনা তাকে জড়িয়ে ধরে ছবি তুলে ও ভিডিও করে রাখে। সেই ভিডিও দেখিয়ে অর্থের জন্য ব্ল্যাকমেইল করছিল মর্জিনা। এই ঘটনায় একরামের ছেলে ইমরান বাদি হয়ে নগরীর মতিহার থানায় মামলায় দায়ের করেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাদের আটক
করা হয়। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ব্যাংক অফিসার ছাড়াও ওই নারী আরো ১০/১৫ জনের সাথে এমন প্রতারণা করেছে বলে তথ্য পেয়েছি। ব্যাংক অফিসারের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস