নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি থানা এলাকার মোহনপুরে স্বামীর উপর অভিমানে নাসিরা বেগম (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের লোকমান আলীর স্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারী এক সন্তানের জননী। জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে নাসিরার স্বামী অটোরিক্সা নিয়ে ভাড়া মারতে বের হলে তার স্ত্রী তাকে নিষেধ করে। তাদের একমাত্র ছেলে রাতুল অসুস্থ হওয়ায় অটো নিয়ে বাইরে যেতে
নিষেধ করে। স্ত্রী সামান্য মানসিক ভারসাম্যহীন হওয়ায় লোকমান স্ত্রীর কথা না শুনে বাইরে চলে যায়। এ সুযোগে তার স্ত্রী বাড়ি ফাঁকা পেয়ে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে রশি বেঁধে ঝুলে পড়ে আত্মহত্যা করে। পরে দুধওয়ালী ময়না দুধ দিতে এসে জানালার ফাঁক দিয়ে লাশ ঝুলতে দেখে প্রতিবেশীদের জানায়। পরে তারা কাটাখালি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। এ বিষয়ে
আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, স্বামীকে অটো নিয়ে বাইরে যেতে নিষেধ করার পরও বাইরে গেলে ওই গৃহবধূ ফাঁকা বাড়ি পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কারো পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আর/এস