অনলাইনে জুয়া খেলা অবস্থায় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, নগরীর রাজপাড়া থানা এলাকার রুবেল (৩৩), বিশাল (১৭), বুলবুল (২৫), মিলন (৩০), তুষার (৩১), সজল (২৫), আনোয়ার পারভেজ (২৬) ও ফরিদুল (২০)। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।
এস/আর