নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অটোরিক্সা নিয়ে পালানোর সময় হাতেনাতে মাসুদ রানা কিরণ ২৫ নামের এক চোরকে আটক করেছে পুলিশ। ওই চোর নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। সোমবার তাকে নগরীর কোর্ট এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, রাজশাহী কোর্ট স্টেশনে দাঁড় করিয়ে রাখা একটি অটোরিক্সা নিয়ে পালিয়ে যাচ্ছিল মাসুদ রানা। বিষয়টি জানতে পেরে লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, অটোরিক্সাসহ ওই চোর থানায় রাখা হয়েছে। চোরের বিরুদ্ধে অটোরিক্সার মালিক মামলা দায়ের করবে।
খবর২৪ঘণ্টা/এমকে