নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অটোরিক্সায় তল্লাশী চালিয়ে বুলবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ১১০ গ্রাম হেরোইসহ আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার হযরত আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ গেটের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানোর সময় তাকে অটোরিক্সা থেকে
হেরোইনসহ আটক করে। এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, বুধবার রাতে রাজপাড়া থানা পুলিশ নিউ ডিগ্রী কলেজের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালাচ্ছিলো। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ১১০ গ্রাম হেরোইনসহ বুলবুকে আটক করে। বুলবুল একজন মাদক ব্যবসায়ী। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস