নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অজ্ঞাতনামা এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মনিচত্বর মোড়ের সামনে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরের আগে তার লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি নগরীতে রিক্সা চালাতেন ও ওই এলাকায় থাকতেন। সোমবার হঠাৎ করেই তার মৃত্যু হয়। স্থানীয়রা
পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পকেট থেকে একটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। সেই টিকিটে আড়ানি টু বাঘা লেখা রয়েছে। কেউ তাকে চিনতে পারলে বোয়ালিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এস/আর