রাজশাহী মহানগরীতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীরা নানীর বয়স (২৩) বছর। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন সিটি হাট এলাকার রাস্তার পাশের একটি ড্রামের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। কে বা কারা কেন তাকে হত্যা করে ফেলে রেখেছে তা জানা যায়নি। তবে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল সেটি ধারণা করছে পুলিশ। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো সাইফুল সরকার বলেন, এক যুবতী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। কে বা কারা কেন তাকে হত্যা করে ফেলে রাখেছে তা জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর