নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শোভা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকার দুখুর মেয়ে ও উপশহর স্যাটেলাইট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, স্কুলছাত্রী শোভা বৃহস্পতিবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে চালের বাঁশের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দীর্ঘ সময় তার সাড়া শব্দ না পেয়ে পবিারের লোকজন দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শোভার মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, মায়ের সাথে অভিমান করে শোভা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে