জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে বিভাগীয় পর্যায়ে ‘তামাক বিরোধী সেমিনার’ আজ ভার্চুয়াল (জুম) মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় তামাক বিরোধী সেমিনারটির আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ। বিভাগীয় কমিশনারসহ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম,পিপিএম ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালকদার মূল প্রবন্ধের উপর প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।