খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী শেখ (৩৫) নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী শেখ পাঁচুরিয়া ইউপির দয়ালবন্দ গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ৮ নভেম্বর দিবাগত রাত দেড়টায় কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় যায়। ডিবির ওই দল সেখানে পৌঁছালে বাজারের পাশে গোপন মিটিং করা সন্ত্রাসী দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সরকারি সম্পদ ও জানমাল রক্ষায় ডিবির দল পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডিবির সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পান। স্থানীয়রা লাশটি সন্ত্রাসী মোহাম্মদ আলী শেখের বলে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি দোনলা বন্দুক এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।’ তিনি জানান, গোলাগুলির সময় ডিবির দুজন সদস্য আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আলী আহসান তুহিন জানান, রাতে হাসপাতালের জরুরি বিভাগে মোহাম্মদ আলীকে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। লাশের বুকে দুইটি গুলি লেগেছে।
খবর ২৪ঘণ্টা/ নই