নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষ সোহেল এর এলোপাতাড়ি হাসুয়ার কোপে নিহত রমজান আলী ওরফে রাজন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং থানা ঘেরাও করেছে স্থানীয়রা। সোমবার নগরীর ১৬ নং ওয়ার্ডনাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জানা গেছে সোমবার সকালে নগরীর ১৬
নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে একটি বিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর শাহমখদুম থানা ভবনে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এ সময় তারা রাজন হত্যার সাথে জড়িত সোহেল ও রহিমের ফাঁসির দাবি করেন। উল্লেখ্য গত শনিবার বেলা ১১ টার দিকে পাওনা টাকা চাওয়ায় সোহেল ক্ষিপ্ত হয়ে রাজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্ত
শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় নিহতের মা নুরবানু বাদী হয়ে থানায় দু’জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় সোহেল ও রহিমকে আসামি করা হয়। দুজনেই পুলিশের হাতে আটক হয়েছে। রোববার বোয়ালিয়া মডেল থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন বলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান।
আর/এস