1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‌‌‘যে দল বা যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবে।’

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়েরও উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান খান বলেন, ‘জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিবো এবং নিচ্ছি। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সংবিধান আছে, যেটা মেনে আমরা চলি। সেখানে কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয় নেই। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনও প্রশ্নই আসে না। আর বিএনপি নির্বাচনে আসবে কিনা, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আগামী নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা দেশবাসীর প্রত্যাশা। আমরাও সেটাই চাচ্ছি।’

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে কী করলো সেটা বিষয় না। আমাদের কথা হলো যে যাই করবেন, মিছিল মিটিং করবেন, কোনও বাধা নেই। কিন্তু আইনশৃঙ্খলা বিনষ্ট করে, জনগণকে জিম্মি করে কিছু করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বাঘা উপজেলায় চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।

জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST