খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন রুদ্র (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন তার বন্ধু আমিনুল। বুধবার দিবাগত রাত ১টার দিকে পল্লবী থানার কালশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু মিজান জানান, রাতে মোটরসাইকেলে করে বনানী এলাকা থেকে মিরপুরে বাসায় ফিরচ্ছিলেন নাজমুল ও আমিনুল। এসময় কালশিতে আসলে বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত তিনটার দিকে নাজমুলের মৃত্যু হয়। নাজমুল বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্নি করছেন বলে তার বন্ধু মো. মিজান জানান।
এদিকে বুধবার রাতে ভাটার থানার নতুন বাজার এলাকায় একটি মিক্সচার মেশিন গাড়ির ধাক্কায় রুমন নামে এক চা-বিক্রেতা আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ