খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর গুলশানে দেওয়াল চাপায় জয়নব আলী (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়নবের গ্রামের বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার চাঁনগাটি পশ্চিমপাড়ায়। বর্তমানে তিনি গুলশান শাহাজাদপুর এলাকায় থাকে দিনমজুরের কাজ করতেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাল্লাউদ্দিন কাদের জানান, শাহাজাদপুর কনফিডেন্স সেন্টারের পশ্চিম পাশে একটি টেনসেট বাড়ির দেওয়ার ভাঙ্গার কাজ করছিলেন জয়নব। হঠাৎ দেওয়ালে উপরের অংশ তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ