খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত মোড়ে দুই বাসের চাপায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাআলম জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত মোড়ে দুই বাসের চাপায় ৫৫ বয়র বয়সী এক ব্যক্তি গুরুত্বর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই