রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশ জানায়, আব্দুল বারির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ডে অফ ছিলো আব্দুল বারির। পরদিন বুধবার তার অফিসে আসার সূচি ছিল। কিন্তু আজ সকালেই রাজধানীর হাতিরঝিলে মিলল তার ক্ষত-বিক্ষত লাশ। ডিবিসিতে অনুষ্ঠান প্রযোজক পদে কর্মরত ছিলেন বারি। তার অস্বাভাবিক মৃত্যুতে সহকর্মীরা হতবাক হয়ে গেছেন। মাত্র মাসছয়েক আগে ডিসিবিতে যোগ দেন তরুণ এই প্রযোজক।
ডিসিবিতে তার সিনিয়র সহকর্মী রুদ্রাক্ষ রহমান জানান, ভীষণ অমায়িক ছিলেন রাবি। আমি অন্তত কখনো তাকে রাগ করতে দেখিনি। সবসময় হাসিমুখ। নিরবে কাজ করতে পছন্দ করতেন। এমন নির্বিবাদি মানুষকে কেন এভাবে চলে যেতে হবে?
আব্দুল বারি রাজধানীতে একটি মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ডিবিসিতে যোগদানের আগে তিনি মোহনা টিভিতে কাজ করতেন।
বিএ/