খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড ও গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সংস্থার ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস সঙ্গে ছিলেন।
এসব প্রতিষ্ঠানের মধ্যে নাজিমউদ্দিন রোডে অবস্থিত সুপার শপ স্বপ্নকে ২৫ হাজার, মামুন বিরিয়ানিকে ৫ হাজার, সুমাইয়া বাখরখানিকে ২ হাজার, হাজী নান্না বিরিয়ানিকে ৫ হাজার, আলাউদ্দিন টেক আওয়েকে ২৫ হাজার, মামা বিরিয়ানিকে ৫ হাজার এবং গ্রিন রোডে অবস্থিত বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন সব মিলিয়ে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।
পরে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ওজনে কম দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগ আনা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে তাদের।
খবর ২৪ঘণ্টা/ নই