খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উত্তর বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই নারী মারা যান বলে বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন উত্তর বাড্ডা থানার এসআই সায়েদুর রহমান।
তিনি বলেন, সকাল সাড়ে আটটায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে ওই নারী। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাাসপতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন