খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। কদমতলী থানার জুরাইনে ভবনের ছাদ থেকে নিচে পড়ে ওমর ফারুক (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর সুত্রাপুর থানার লোহারপুল এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (১২) নামের আরেক শিশুর মৃত্যু হয়। আজ সকল সাড়ে ১০টার দিকে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে দুপুর ১২ টায় ও নয়নকে সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুইটি মর্গে রাখা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই