ভোলাহাট প্রতিনিধিঃ রাজধানীতে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ভোলাহাট উৎসব/১৮। ঢাকায় বসবাসরত ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে শুক্রবার ৩০ মার্চ ঢাকার মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই উৎসব। দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চাপাইনবানগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলম মোস্তফা বিশ্বাস।
উৎসব থেকে প্রধান অতিথির কাছে ভোলাহাট পর্যন্ত ট্রেন লাইন স্থাপন, একটি আধুনিক শিশু র্পাক ও আম মৌসুমে পথে পথে হয়রানী বন্ধ করে আম ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করার দাবী করেন।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ মমতাজ উদ্দিন আহমদ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাষ্টির চেয়াম্যান কাইয়ুম রেজা চৌধুরী, সময় টিভির হেড অব নিউজ আনোয়ার হক, চাপাইনবানগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ জিয়াউর রহমান জিয়া, ডাইসিন গ্রƒপের এমডি আলহাজ্ব মিজানুর রহমান, আ”লীগ এমপি মনোনয়ন প্রত্যাশি ডাঃ আশরাফুল হক চুনু, ভোলাহাট সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারন সম্পদক আসিক আহমেদ বাপি ও নাগরিক টিভির নির্বাহী এম,সি,আর ইহান রিপনসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাপাইনবানগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলম মোস্তফা বিশ্বাস বলেন, ভোলাহাট উপজেলার মানুষের দাবীগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এছাড়া তিনি আরও বলেন ভোলাহাটের শিশুরা সুষ্ঠ পরিবেশে বেড়ে উঠতে পারে আর এর জন্য মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গড়তে সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়া বিকেলে জমকালো পরিবেশে চাপাইনবানগঞ্জের ঐতিহ্য গম্ভিরা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গম্ভিরা পরিবেশন করেন মানির গম্ভিরা দল আর সংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংঙ্গীত শিল্পী পেমা রহমান ও তারেক হামিমসহ অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ