1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজকন্যাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঘোষণা সৌদির - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৫ জানয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

রাজকন্যাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঘোষণা সৌদির

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ফেব্ুয়ারী, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে ঐতিহাসিক ঘোষণা দিল সৌদি আরব। রাজকন্যা রিমা বিনতে বান্দার আল-সৌদকে প্রথম নারী হিসেবে ট্রাম্পের দেশের রাষ্ট্রদূত ঘোষণা করেছে দেশটি। সৌদি রাজপরিবার থেকে শনিবার রিমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবিসি জানিয়েছে, রাজকন্যা রিমা তার ছেলেবেলায় ওয়াশিংটন ডিসিতে ছিলেন।

রিমার জন্য সামনে ‘কঠিন চ্যালেঞ্জ’ দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। এমন এক সময় তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে হচ্ছেন, যখন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে টালমাটাল তাদের রাজপরিবার।

যুক্তরাষ্ট্রের সাংসদরা হোয়াইট হাউসে খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদির ওপর চাপ প্রয়োগের প্রস্তাব আনেন।

যুক্তরাষ্ট্রে আগে সৌদির রাষ্ট্রদূত ছিলেন রিমার বড় ভাই খালিদ বিন সালমান। তাকে সরিয়ে সহকারী প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। রিমার বাবাও এক সময় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন তিনি।

বাবার চাকরিসূত্রে রিমার অনেকটা সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন।

২০০৫ সালে দেশে ফেরার পর সামাজিক কাজে মন দেন রিমা। ওই বছর তার নেতৃত্বে বিশ্বের সবচেয়ে বড় ‘মানব ফিতা’ তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় সৌদির নারীরা। স্তন ক্যানসারের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে এই ‘মানব ফিতা’ তৈরি করা হয়। নারী অধিকার নিয়েও বেশ কয়েক বছর ধরে লড়াই করে আসছেন তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST