রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে এবার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ। আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্তরে এ প্রদর্শনীটি শুরু হয়। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের রাবি সংসদের সভাপতি এ. এম. শাকিল হোসেন প্রমুখ।
“সরজমিনে প্রদর্শনী ঘুরে দেখা যায় ৯০ এর দশকের পূর্বের বিভিন্ন সময়ের রাকসুর নানামুখী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রায় দুই শতাধিক স্থিরচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।
এসময় প্রদর্শনীর আয়োজক দের সাথে কথা বলে জানা যায়, সর্বশেষ ১৯৮৯-৯০ সালে রাকসু নির্বাচন হয়, এরপর বিগত ২৮ বছরে আর নির্বাচন হয়নি ফলে নানাভাবে শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। ছাত্র সংগঠন গুলো হল বাণিজ্য, সিট বাণিজ্য, নারী নির্যাতন সহ নানা ধরনের শিক্ষার্থীদের হয়রানি মূলক গর্হিত কাজ করছে। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশের বিনষ্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।তাই একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাকসু নির্বাচন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তারই দাবিতে আমাদের আজকের এই আলোকচিত্র প্রদর্শনী” ।
এসময় তারা আরো বলেন, “রাকসুর সকল নথিপত্র নিয়ে একটা সংগ্রহশালা রাকসু ভবনে থাকা দরকার।
এবিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি এ. এম. শাকিল জানান, “শিক্ষার্থীদের মাঝে রাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরার জন্য এবং এর একটা আবহ সৃষ্টি করাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য ”
প্রদর্শনীটি চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
খবর২৪ঘণ্টা.কম/রখ