রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৭ বছর রাকসু না থাকায় নির্বাচনের দাবিতে শপথপাঠ ও মোমবাতি প্রজ্বলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালন করে তারা।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রশিদ রফিকের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ সাকি।
এ সময় তারা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষে রাকসু সচল করতে হবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনের সাথে কোনো প্রকার আপোস চলবেনা। তাছাড়া কোন সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে এ আন্দোলনকে বানচাল করতে কোনো প্রকার সুযোগ দেয়া হবে না। এসময় তারা রাকসু সচল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
কর্মসূচীর শেষে আগামী ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচী পালন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ