গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গাজি শিশু শিক্ষা নিকেতন (কেজি ¯ট্যান্ডার্ড) এর বিদায় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ নাজমুল হুদা খান রুবেল। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ দেলোয়ার
হোসেন রনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইয়াহিয়া খান রুবেল ও সৈয়দ আব্দুল মুকিত আপেল, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আহনাফ হুদা খান রওনাক, রাইসা ইসলাম প্রমুখ। প্রসঙ্গত আলোচনা শেষে ২০১৮ সালে পিইসিই পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। বিকেলে বিদ্যালয় চত্বরে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
আর/এস