গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
গোমস্তাপুর উপজেলার রহনপুর আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি গোলাম রাব্বানী বিশ্বাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম,বীর
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও রহনপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ জামিলর রহমান মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড.কুইন আরা বেগম,সহকারী শিক্ষক কাউসার জামান, সারওয়ার জাহান সুমন, সাদিয়া শবনম ছন্দা,ছাত্রী মোস্তারিয়া খাতুন লিমা। বক্তৃতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে প্রধান অতিথি শিহাব রায়হান পুরস্কার তুলে দেন।
খবর ২৪ ঘণ্টা/আর