গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিভিন্ন মার্কেট খোলা রাখায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর রহনপুর স্টেশন বাজারে ২টি ও পুরাতন বাজারে ১ টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে জনসমাগম আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যঝুকি এড়াতে অনিদিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করেছে গোমস্তাপুর থানা পুলিশ। তারপরও শুক্রবার সকালে উভয় মার্কেটের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে পুলিশ মার্কেট গুলোতে প্রবেশ করলে সাময়িক দোকানপাট বন্ধ রাখা হয়। পরে তারা চলে গেলে পুনরায় দোকান পাট খুলে দেওয়া হয়। এভাবে দোকানীরা চোর-পুলিশ খেলায় মেতে উঠেছে।
খবর২৪ঘন্টা/নই