গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মোয়াজ্জিন কে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় তাকে রহনপুর পৌর এলাকার নুনগোলা জামে মসজিদ থেকে আটক করা হয়। আটককৃত ওই মোয়াজ্জিন উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের আফসার আলীর ছেলে জামিরুল (২০)। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার পাঁচ বছরের এক শিশু ওই মসজিদে পরিচালিত মক্তবে আরবি পড়তে যায়। এ সময় ওই মোয়াজ্জিন অন্যান্য শিক্ষার্থীদের ছুটি
দিয়ে ওই শিশুকে নিয়ে মসজিদে থাকা তার শয়নকক্ষে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে সে তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে বিষয়টি তার বাবা-মা পুলিশকে অবহিত করলে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই মোয়াজ্জিনকে আটক করে। এদিকে শিশুটির পিতা রোববার গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়। সোমবার আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
আর/এস