গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নতুন বার রশিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন (২৮)। এ সময় তার ব্যবহৃত ১টি মটর সাইকেলও জব্দ করা হয়। ১৬ বিজিবি’র রহনপুর কোম্পানী
কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, বিজিবি’র একটি টহল দল ওই স্থানে টহল দেয়ার সময় ওই মটর সাইকেল আরোহীর শরীর তল্লাশী করে ফেন্সিডিল জব্দ করে। আটককৃত আলাউদ্দিনকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ১টি মামলা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর